বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইয়েদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ভূলতা এলাকায় মশাল মিছিল শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করে নেতাকর্মীরা। তাদের অভিযোগ হামলায় কাঞ্চন পৌরসভা ছাত্রদলের ৫ নং ওয়ার্ডের সহ সভাপতি অমিত হাসান অনিক নামে এক ছাত্রদল নেতার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ভর্তি রয়েছেন আরও কয়েকজন।
নিহত অমিত হাসান অনিক উপজেলার চরপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে এবং নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরী করেন বলে জানা যায়।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, রাত আটটার দিকে রূপগঞ্জ থানা ছাত্রদল মশাল মিছিল বের করে। মিছিলের শেষের দিকে নেতাকর্মীরা যখন বাড়ির দিকে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখনি এ হামলার ঘটনা ঘটে। হামলায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি ছাত্রদলের নেতাদের।
তারা জানান, লাঠিসোটা, রামদা ও রড নিয়ে পেছন থেকে হামলা চালানো হয়। এসময় ছাত্রদল নেতা অনিকসহ আরও কয়েকজনকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তবে ছাত্রদল নেতাদের অভিযোগ অস্বিকার করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এদিকে স্বজনরা জানান, অমিত বন্ধুদের সাথে ঘুরে বাড়ি ফিরার পথে একটি প্রাইভেট কারের চাপায় তার মৃত্যু হয়।
নিহত অমিত কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবন্থায় অমিত হাসান নামে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। বলেন, নিহতের তার মরদেহ মর্গে রয়েছে।