বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিনের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালামকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজুওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন দরিকান্দি গাজী সেতু এলাকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম রূপগঞ্জ ইসাখালী এলাকার হাসান ভুইয়ার ছেলে।
র্যাব জানান, ২০০১ সালে ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিনকে হত্যা করেন আবুল কালাম এবং তার সহযোগীরা। এ ঘটনার পরের দিন নিহত আফতাব উদ্দিনের ছেলে সোহেল রানা বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত ৬ আগস্ট এ মামলায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাম্মী আখতার দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আর বাকি ১৫ জনকে খালাস দেওয়া হয়।