বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের রূপগঞ্জে গ্যাসের রাইজারের রেগুলেটরে বিস্ফোরন হয়ে ৫ টি বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিনপাড়া এলাকায় এ বিস্ফোরনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গোলাকান্দাইল দক্ষিনপাড়া এলাকার টুকু মুনসি ও তার ছেলে রুহুল আমিনের বাড়ির আঙ্গিনায় থাকা তিতাস গ্যাসের রাইজারের রেগুলেটরে বিকট শব্দে বিস্ফোরন হয়ে আগুন ধরে যায়। পরে আশপাশের স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে শুরু করে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে।
এসময় আগুন ৪০-৫০ ফুট উপরে উঠে যায়। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় টুকু মিয়া ও তার ছেলে রুহুল আমিনের ৫ টি বসতঘর ও ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, কাপড়, মূল্যবান কাগজপত্র, নগদ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগীতায় কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
বাড়ির মালিক টুকু মুসসি ও তার ছেলে রুহুল আমিন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে বের হওয়ায় প্রানে বেঁচে যান তারা। এছাড়া সময়মত আগুন নিভাতে না পারলে আশপাশে আগুন ছড়িয়ে আরো বড় দূর্ঘটনা ঘটতো।