বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া এলাকায় আসলাম নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আসলামকে উদ্ধার করে ঢামেক নিয়ে স্থানীয় বাসিন্দা শাহিনুর ও বাবুল জানান, উপজেলার চনপাড়া ৭ নম্বর ওয়ার্ডে আলমগীরের মুদি দোকানের সামনে অজ্ঞাত দুবৃর্ত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মনে হয় তারা পূর্বপরিচিত। তবে কেন ছুরি মেরেছে তার কারণ বলতে পারেন না তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে খুন হওয়া কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।