বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কয়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের আহত হয়েছে ১৫ জন। এসময় ভাংচুর করা হয় ১৫/২০টি সিএনজি ও অটোরিক্সা। বিকেলে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান তার সমর্থকদের নিয়ে পশ্চিমগাঁও এলাকায় প্রচারণা করে। এসময় নৌকা প্রতিকের প্রার্থী জাহেদ আলী ও তার কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা চালায়। এতে উভয়পক্ষের আহত ১৫ জন ভাংচুর করা হয় সিএনজি ও অটোরিক্সা। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে খবরপেয়ে র্যাব,পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।