বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ৷
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মনখালীর হাবিবুর রহমান হারেজ কিন্ডারগার্টেন কেন্দ্র পরিদর্শন করেন তিনি৷
এ সময় পুলিশ সুপার হারুন অর রশীদ সাধারণ ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটের পরিস্থিতি জানতে চান৷ ভোটাররা জানান, শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছে৷ পরে এসপি হারুন কেন্দ্রের নির্বাচন কর্মকর্তাদের সাথেও কথা বলেন৷
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ অঞ্চল) আফসার উদ্দিন খান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, জেলা পুলিশের মুখপাত্র (ডিআইও-২) সাজ্জাদ রোমন প্রমুখ৷
সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে শুরু করে। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ছালাউদ্দিন ভূঁইয়া (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কবির হোসেন (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ১নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ডে রিটন প্রধান, ৪, ৫, ৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে জিন্নাত আরা জিসান এবং ৭, ৮, ৯নং ওয়ার্ডে জাহানারা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।