বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার হুমায়ুনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের গুতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুমায়ুন গুতুলিয়া এলাকার নাসিরউদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্রেফতারকৃত ডাকাত সর্দার হুমায়ুন দীর্ঘদিন ধরে তার দলবল নিয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটিয়ে আসছেন। তার বিরুদ্ধে রূপগঞ্জ, আড়াইহাজার, টাঙ্গাইল সদর ও মাধবপুর থানায় সাতটি ডাকাতির মামলা রয়েছে। পাঁচটি মামলায় তিনি পরোয়ানাভুক্ত। তাকে আদালতে পাঠানো হয়েছে।