বিজয় বার্তা ২৪ ডট কম
অগ্নিকাণ্ডে আরও তিন শ্রমিক নিখোঁজের আবেদন পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
মঙ্গলবার বিকেলে কারখানার চতুর্থ তলার ফ্ল্যারে তল্লাশি অভিযান চালিয়েছে হাড়গোড় ও মাথার চুল উদ্ধার করেছে সিআইডি ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সিআইডি নারায়ণগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার হারুন উর রশীদ জানান, ইতিমধ্যে ৪৫ টি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বাকি তিনটি মরদেহ হাসপাতালের রয়েছে। সেগুলো শনাক্ত করার জন্য তাদের পরিবারের স্বজনদের ডিএনএ দিয়েছেন। এর মধ্যে নতুন করে তিন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবারের সদস্যরা আবেদন করেছে। সেই আবেদনের প্রক্ষিতে আজ ফায়ার সার্ভিসের সদস্যদের সগযোগিতায় তল্লাশী অভিযান চালনো হয়েছে।
তিনি আও জানান, ভবনের চতুর্থ তলার ফ্ল্যারের তিন জায়গা থেকে নতুন করে দেহের অংশ বিশেষ , মাথার চুল পাওয়া গেছে। সেগুলো ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
৮ জুলাই হাসেম ফুডস কারখানায় আগুন লেগে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। কারখানার নানা অনিয়মমের চিত্র তুলে ধরা হয় তদন্ত কমিটির প্রতিবেদনে।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। পুলিশ তাদের গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে আদালতে থেকে তারা জামিনে বের হয়েছেন।