বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহায়তায় দক্ষিন গোলাকান্দাইল এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চারটি বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে দক্ষিন গোলাকান্দাইল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময়ে বাড়িতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে দক্ষিন গোলাকান্দাইল এলাকায় হাজী আব্দুল মান্নান, মো. আব্দুস সাত্তার, মো. রিপন মিয়া ও মো. জব্বার মেম্বারের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং ইজি বাইকের ১২টি ব্যাটারী চার্জিং মেশিন জব্দ করা হয়।
নারায়নগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।