বিজয় বার্তা ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলা থেকে অপহৃত খন্দকার ফারুক আহমেদের ১১ মাসেও সন্ধান মেলেনি।
মামলা সূত্রে জানা যায়, খন্দকার ফারুক আহামেদ (৫০) ঢাকার রামপুরা থানার বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দা। ইউনুস মিয়ার ছেলে। সে বাংলাদেশ শিল্প মন্ত্রনালয়ের সহকারী হিসাব রক্ষক ছিলেন। সেখান থেকে চাকরীচ্যুত হওয়ার পর সে জমি কেনা বেচার দালালি করতো। ২০১৭ সালের ১১ জানুয়ারী সকালে নিজ বাসা থেকে তার ব্যবহৃত প্রাইভেট কার নিয়ে রুপগঞ্জ উপজেলার নীলা মার্কেটের সামনে আসে। এসময় বিকাল ৪ টার সময় নীলা মার্কেটের সামনে বালু নদী ব্রিজের ঢাল থেকে ফারুককে অপরহরন করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপর তার পরিবার কোথাও খোঁজে না পেয়ে পরের দিন ২০১৭ সালের ১২ জানুয়ারী রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৬।
দীর্ঘদিন যাবৎ রুপগঞ্জ থানা পুলিশ অপহৃত ফারুকের সন্ধ্যান না পেলে পরবর্তীতে এই মামলা নারায়ণগঞ্জ জেলার সিআইডিতে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির এসআই জিয়াউদ্দিন উজ্জলের কাছে তদন্তাধীন আছে। উক্ত অপহৃত ফারুকের কেউ কোন তথ্য বা খোঁজ পেলে এস আই জিয়াউদ্দিন উজ্জলের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। তার সাথে যোগাযোগের মোবাইল নাম্বার-০১৭২০২৪৪৯৮৫।