বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবককে র্যাব-১ এর সদস্যরা হাসপাতালে নিয়ে গিয়েছিল। তবে এখন পর্যন্ত র্যাবের পক্ষ থেকে তাদের কিছুই জানানো হয়নি। ফলে কীভাবে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছে এখনো বলতে পারছি না।
তিনি আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে পিবিআই এর সদস্যরা নিহতের হাতের ছাপ নিয়ে পরিচয় সনাক্ত করবে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরজাহান আরা খাতুন জানান, রবিবার ভোর চারটার দিকে গুলিবিদ্ধ যুবকের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন র্যাব-১ এর সদস্যরা। হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের আনুমানিক বয়স ৩২ বছর।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাব-১ এর মিডিয়া অফিসার জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।