বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকার সোলেমান হত্যা মামলায় ০২(দুই) আসামীর আদালতে দোষ স্বীকারোক্তীমূলক জবানবন্দি প্রদান করেছেন।
গত ০১/০৬/২০২১খ্রিঃ তারিখ বেলা ১২:১৫ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন গর্ন্ধবপুর লামাপাড়া মসজিদের পশ্চিম পাশের বালুর মাঠের পাশ্ববর্তী পাকা রাস্তার উপর পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে এজাহানামীয় এবং অজ্ঞাত ১০/১২ জন জোটবদ্ধ হয়ে ভিকটিম মৃত সোলাইমান ও সংর্গীয়দের গতিরোধ করে এলোপাতাড়ীভাবে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সোলাইমানকে মৃত ঘোষনা করে। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে মৃত সোলেইমানের ভাই রাজীব বাদী হয়ে রূপগঞ্জ থানার মামলা নং- ০৫, তারিখঃ ০২/০৬/২০২১খ্রিঃ ধারা- ১৪৩/৩৪১ /৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩০২/১০৯/৩৪ পেনাল কোড দায়ের করেন।
সূত্রে উল্লেখিত মামলাটি রুজুর পর রূপগঞ্জ থানা প্রাথমিক তদন্তভার প্রাপ্ত হন। পরবর্তীতে মামলার গুরুত্ব বিবেচনায় মামলাটির তদন্তভার পিবিআই, নারায়নগঞ্জের উপর অর্পিত হয় । ডিআইজি পিবিআই বনজ কুমার মজুমদার এর সঠিক তত্বাবোধানে ও দিক নির্দেশনায় পিবিআই নারায়ণগঞ্জ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক সহযোগীতায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান মামলাটির তদন্তভার গ্রহন করেন। তদন্তভার গ্রহন করে ঘটনার সাথে জড়িত আসামীদের ধৃত করণের লক্ষ্যে সম্ভাব্য স্থান সমূহে অভিযান পরিচালানা অব্যাহত রাখলে গ্রেফতার এড়ানোর জন্য আসামী ১) মোঃ মামুন (৩২), পিতাঃ মোঃ রফিক, মাতাঃ মনোয়ারা বেগম, সাং- গর্ন্ধবপুর, নামাপাড়া, থানাঃ রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ এবং ২) আবদুর রহমান (২৮), পিতা- ইব্রাহীম, মাতা- রোকেয়া, সাং- গর্ন্ধবপুর, নামাপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ দ্বয় গত ১৫/০৯/২০২১খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করে। পিবিআই নারায়নগঞ্জ উক্ত আসামীদের ০৭(সাত) দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত ০২(দুই) দিনের রিমান্ড মঞ্জুর করেন। পিবিআই নারায়নগঞ্জ পুলিশ উক্ত আসামীদের রিমান্ডে এনে ব্যপক ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ঘটনার সাথে জড়িত আসামীদের নাম প্রকাশ করেন। তদন্তের স্বার্থে প্রাকাশিত আসামীদের নাম গোপন রাখা হয়েছে। গতকাল উপরোক্ত আসামীদ্বয় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মেদ হুমায়ন কবীর এবং শাকিল আহম্মেদ এর আদালতে নিজকে জড়িয়ে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আসামীদের গ্রেফতারে অভিযান এবং মামলা তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।