বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জের মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হত্যা মামলায় চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পেলেন মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস ।
বুধবার ( ১১ জুলাই ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে জামিন আবেদন করলে আদালত আগামী (৭ / ৮ /১৮ ) ইং তারিখ পর্যন্ত চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন ।
আসামি পক্ষের আইনজীবী এড. আবুল কালাম আজাদ জাকির জানান, ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় জেলা জজ আনিসুর রহমানের আদালতের নির্দেশ অনুযায়ী ২৭ তারিখ পর্যন্ত আলমাস তার ব্যক্তিগত আইনজীবীর জিম্মায় থাকেন । পরিবর্তিতে গত ২৭ জুন চেয়ারম্যান আলমাস আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । আজ আমরা তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ৭/৮ /১৮ ইং পর্যন্ত চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন ।
আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, এড. আনিসুর রহমান দিপু, এড. সাখাওয়াত হোসেন খান, এড. আঃ বারী ভূঁইয়া, এড. খোকন সাহা, এড . আঃ রশিদ ভূঁইয়া, এড. হাবিব আল মোজাহিদ পলু, এড. আনিসুর রহমান মোল্লা, এড. স্বপন ভূঁইয়া প্রমুখ ।
প্রসঙ্গত, ২৭ মে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা ঘটনায় পর রুবেলের বড় ভাই মোমেন মিয়া বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাসকে প্রধান আসামি এবং সুরুজ নয়ন, কাজল, মাসুদা, খোকনসহ ১৪ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।