বিজয় বার্তা ২৪ ডট কম
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতায় চার লেন বিশিষ্ট ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এ উড়ালসেতুটি উদ্বোধন করেন।
জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামিম ওসমান, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আুব্দুল হাই ও জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। এছাড়া নারী উদ্যোক্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবি ও সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্লাইওভারটি নির্মানে ব্যয় হয়েছে ৩৫৩ কোটি টাকা।