স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশ ব্যাংক এর রিজার্ভ লুটের ঘটনার দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, বিভিন্ন ব্যাংক এর অর্থ জালিয়াতি এবং খেলাপি ঋণের ঘটনাগুলোর যথাযথ ব্যবস্থা নেয়া হলে রিজার্ভ লুটের ঘটনা ঘটতো না।
তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছেন এবং নতুন একজন গভর্নর নিয়োগ দেয়া হয়েছে।
সুরঞ্জিত বলেন, ব্যর্থতার দায়ে ওএসডি করা হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে। অব্যাহতি দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আরো ২ ডেপুটি গভর্নরকেও। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে।