স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার জের ধরে পদত্যাগ করলেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো তান।
তিনি বলেছেন, রিজার্ভ চুরি কেলেঙ্কারিতে নিজে কোনো ভুল করেন নি। তবে ব্যাংকের পক্ষ থেকে ‘নৈতিক দায়’ নিয়ে পদত্যাগ করছেন তিনি। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তের তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায় নি। তবে ব্যাংক তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।
ফিলিপাইনের ইনকোয়ারার জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে লরেঞ্জো তানের পদত্যাগের কথা জানায় আরসিবিসি ব্যাংক।
বিবৃতিতে বলা হয়, লরেঞ্জো তান বাংলাদেশের রিজার্ভ চুরির কেলেঙ্কারির ঘটনার ‘নৈতিক দায়’ নিয়ে পদত্যাগ করেছেন এবং তৎক্ষণাৎ তা কার্যকর হয়েছে। তান এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকের কোনো আইন বা নীতি ভঙ্গ করেননি বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, তিনি ব্যাংকের ভবিষ্যৎ পথকে পরিচালনার জন্য পর্ষদকে স্বাধীনতা দিতেই পদত্যাগ করেছেন।
পৃথক এক বিবৃতিতে লরেঞ্জো তান বলেছেন, কোনো অন্যায় করিনি মর্মে দায়মুক্তি পেলেও ব্যাংকের ইতিহাসের এমন একটি দুঃখজনক ঘটনার জন্য সম্পূর্ণ নৈতিক দায় নিয়ে আরসিবিসি ব্যাংকের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে আমি পদত্যাগ করছি। ভারাক্রান্ত হৃদয়ে আমি মনে করছি আমার সময় এসেছে অন্য কোথাও আমার সেবা দেয়ার।
উল্লেখ্য, গত মার্চ মাস থেকেই ছুটিতে ছিলেন লরেঞ্জো তান। আরসিবিসি জানিয়েছে, তানের পদে কাউকে স্থলাভিষিক্ত করার আগ পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান হেলেন ডি ব্যাংকের পরিচালনা কার্যক্রমের দেখভাল করবেন। এর আগে একই আর্থিক কেলেঙ্কারির ঘটনার জের ধরে পদত্যাগ করেছিলেন ব্যাংকটির কোষাধ্যক্ষ রাউল তান।