বিজয় বার্তা ২৪ ডট কম
রায়হান, মোবারক ও মাসুম নামে কয়েকজন মিলে একজন বৃদ্ধাকে এলোপাতারি মারতে থাকলে তাদের বাঁধা দিলে জুয়েল ও ফয়সাল নামে দুই যুবকে পিটিয়ৈ রক্তাত্ব জখম করে তারা।
সোমবার বিকেলে জেলা পরিষদ আমিস টাওয়ার ব্রাক বিস রেষ্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, রায়হান ও তার লোকজন একজন বৃদ্ধ লোককে মারধর করতে থাকলে। তাদের জুয়েল জিজ্ঞেস করে ওনাকে মারছেন কেন? আমরা বৃদ্ধের কাছে টাকা পাই তাই মারছি। তখন জুয়েল জিজ্ঞেস করে কিসের টাকা। তখন রায়হানরা বলে আমরা কিসের টাকা পাই তোকে বলতে হবে। এমন পর্যায় জুয়েলকে অকথ্য ভাষায় গালগালাজ শুরু করে তারা। গালিগালাজে বাধা দিলে উক্ত বিবাদী গন জুয়েলকে সবাই মিলে কুলি গুষি এলোপাতারি মারধর করতে থাকে। আমাকে মারধর করতে দেখলে আমার ছোট ভাই ফয়সাল এগিয়ে আসলে তাকেই এলোপাতারি মারধর করে রায়হানরা। এক পর্যায় আমার ছোট ভাই ফয়সালের মাথায় লোহার হাতুরী দিয়ে বাড়ি দিয়ে মাথা পাঠিয়ে দেয়। এর আামার আরেক ছোট ভাই মিরাজ আসলে তাকেই রক্তাত্ব জখম করে রায়হান, মোবা্রক, মাসুম, কালামরা। এমন সময় আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসলে রায়হারা আমাদের প্রান নাশে হুমকি দিয়ে চলে যায়। বলে তোদের পেলে খবর আছে।
পরে আমাদের খানপুর হাসপাতালে চিকিৎসি দিয়ে আনা হয়। এরপর আমরা ফতুল্লা মডেল থানা পুলিশকে বিষয়টি লিখিত অভিযোগ আকারে জানাই।
এ বিষয়ে জুয়েল বলেন, আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।
ফতুল্লা মডেল থানার এস আই শুভ আহম্মেদ, উভয় পক্ষের মধ্য একটি মারামারি হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তারা চাচ্ছে আগামীকাল বসে সমাধান করতে।