বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সকল ওয়ার্ডে চলছে রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ। তারি বাহিকতায় বুধবার ( ১৬ মে ) বিকেলে চাষাড়া ( ডনচেম্বার ) সুর্যের হাসি ক্লিনিকের সার্ভিস প্রমোটর আফরোজা আইভি চাষাড়া হতে বালুর মাঠ পর্যন্ত ১৩ নং ওয়ার্ডের রাস্তার আরসিসি ড্রেন ও রাস্তার পিচ কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের পরিদর্শন করেন ।
এ সময় চাষাড়া ( ডনচেম্বার সুর্যের ) হাসি ক্লিনিকের সার্ভিস প্রমোটর আফরোজা আইভি কাজ ভাল মানের করার জন্য কিছু উপদেশ দেন। আগামিতে উন্নয়ন ও সুশাষনের এই ধারা অব্যাহত রাখার জন্য জনগণের নৈতিক সহযোগিতা কামনা করেন।