স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ পরবর্তী এক সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।
রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের অপচেষ্টার প্রতিবাদে রাজধানীতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় ঘুরে আবার বায়তুল মোকাররমের গেটি গিয়ে সমাবেশ করে।
রাষ্ট্রধর্ম বাতিলের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, রাষ্ট্রধর্ম বাতিল করা হলে সেই দিন থেকেই সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা বলেন, দেশে রাষ্ট্রভাষা থাকলে রাষ্ট্রধর্মও থাকতে পারে। তারা প্রশ্ন তুলে বলেন, নেপালের রাষ্ট্রধর্ম হিন্দু হতে পারলে, মার্কিন প্রেসিডেন্ট বাইবেলে হাত রেখে শপথ নিতে পারলে ৯০ শতাংশ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম থাকতে সমস্যা কোথায়।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম-আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুর রকিব, মাওলানা মুজিবুর রহমান হামেদি, ড. আহমদ আব্দুল কাদের প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।