বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে রামপাল চুক্তি বাতিল ও সুন্দর বন রক্ষার দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলার আহবায়ক রফিউর রাব্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি আবু হাসান টিপু , নারায়ণগঞ্জ জেলা বাসদ এর সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ জেলা গনসংহতি এর সমন্বয়ক অঞ্জন দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর সভাপতি সেলিম মাহমুদ, বাসদ নেতা দুলাল সাহা প্রমূখ।
রফিউর রাব্বী বলেন, কিছু দিন আগে ঢাকা গুলশানে ও শোলাকিয়ায় বরবরোচিত হামলা হয়। দেশের মানুষ সে সময় সবাই ঘুমিয়ে পড়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে রামপাল বিদুৎ তৈরীর জন্য সুন্দরবন বিক্রি করে দেন। আবার সেই সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী এমন একটি আইন পাশ করেন যে কাউ এর বিরোধীতা বা কোন উপায়ে তা বন্ধ করতে না পারে। এই অনির্বাচিত সরকার কিভাবে সুন্দরবনের কাছে রামপাল বিদুৎ কেন্দ্র স্থাপন করেন। বিশ্বের সকল পরিবেশ বাদীরা এর বিরোধীতা করে বলেন যে সুন্দরবনের সামনে রামপাল বিদুৎকেন্দ্র স্থাপন করলে পরিবেশের জন্য ক্ষতিকর। বাংলাদেশের সকল মানুষ তার এই রামপাল চায় না। তাহলে কি প্রধানমন্ত্রী ইন্ডিয়াকে খুশি করার জন্য এবং সরকারের কিছু মন্ত্রী ও ইন্ডিয়ার কিছু দালাল চক্র সুন্দরবনের সামনে রামপাল বিদুৎ কেন্দ্র স্থাপন করার জন্য উঠে পড়ে লেগেছে ।
রফিউর রাব্বী প্রধানমন্ত্রী কে উদ্দেশ্য করে বলেন, আপনি সুন্দরবন রামপাল বিদুৎ কেন্দ্র স্থাপনের জন্য সাধারণ ভোটের ব্যবস্থা করেন যদি সাধারণ ভোটে জিতে তাহলে আপনি রামপাল বিদুৎকেন্দ্র স্থাপন করবেন। আগামী ২৮ তারিখ প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও কমসূচি তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে দেশের সকল মানুষকে দেশের স্বার্থে এই ঘেরাও কমসূচিতে অংশ গ্রহণ করবে।
মানববন্ধন শেষে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে শহরের একটি বিক্ষোভ মিছিল বের হয়।