স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় জিজ্ঞাসবাদের জন্য আটক ছাত্রশিবির নেতা হাফিুজর রহমানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগর হাকিমের আদালত ১-এর বিচারক মোকসেদা আজগর এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান, মতিহার থানার ললিতাহার গ্রামের যুবক খায়রুল ইসলাম এবং বাগমারার অধ্যাপক রেজাউলের গ্রামের মসজিদের ইমাম রায়হান আলীকে আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ডের আবেদন জানায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুনানি শেষে বিচারক ছাত্রশিবির নেতা হাফিজুর রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য দুজনের রিমান্ড শুনানির জন্য আগামী সোমবার দিন রাখেন আদালত।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতেখায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার সকালে নগরীর শালবাগান এলাকায় বাসা থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে।
এ ঘটনায় শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ অজ্ঞাতদের আসামি করে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেছেন।