বিজয় বার্তা ২৪ ডট কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে উদ্ধার হওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে। ময়নাতদন্তের পর চিকিৎসক ও সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশের কাছ থেকে এ ভাষ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আজ শনিবার বিকেলে মতিহার থানায় আকতার জাহানের ভাই কামরুল হাসান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
আজ শনিবার বেলা ১২টার দিকে সুরতহাল প্রতিবেনের পর লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। দুপুর পৌনে দুইটার দিকে ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. এনামুল হক বলেন, ‘ওই শিক্ষকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছি। ভিসেরা প্রতিবেদনের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
এর আগে সুরতহাল প্রতিবেদনের পর বেলা ১২টায় মহানগর পুলিশের উপকমিশনার আমীর জাফর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে উদ্ধারককৃত শিক্ষকের লাশের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
ওই শিক্ষকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি দাবি করেছেন।
বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের পাঁচ সদস্য শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে পৌঁছান। পরিবারের সদস্যদের মধ্যে আকতার জাহানের ভাই রতন, ভগ্নিপতি খোকন, মামাতো ভাই শামীম হাসান রানা, ইকবালসহ আরও একজন এসেছেন। তবে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
বিভাগের শিক্ষকরা আরও জানান, শিক্ষক আকতার জাহানের মা শয্যাশায়ী। ঢাকার মহাখালীর ডিওএইচএস এলাকায় মায়ের নিবাস। মায়ের ইচ্ছা অনুযায়ী ময়নাতদন্তের পর তার লাশ ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিকেলে সাড়ে তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন স্বজনরা।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আমীর জাফর সাংবাদিকদের বলেন, তার লাশের সুরতহাল করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা বিষয়টি নিশ্চিতভাবে বলতে পারবো।
পরিবারের সদস্যরা অভিযোগ দিলে সেই অনুযায়ী তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে নিজের আবাসিক কক্ষের দরজা ভেঙে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়।