স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রানা প্লাজা ধসের জন্য আমেরিকার তিন বড় কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণের যে মামলা করেছিলেন কয়েকজন ক্ষতিগ্রস্ত, এক মার্কিন আদালত তা খারিজ করে দিয়েছে। বার্তা সংস্থা এপি এই খবর দিয়েছে।
ওয়ালমার্ট, জে সি পেনি এবং চিলড্রেন্স প্লেসের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। মামলার বাদী ছিলেন রানা প্লাজার এক আহত শ্রমিক এবং নিহত এক নারী শ্রমিকের স্বামী।
তারা অভিযোগ করেছিলেন, এই তিনটি কোম্পানি রানা প্লাজার কারখানায় শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে পারেনি।
কিন্তু ডেলাওয়ারের এক আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন।
বিচারক বলেছেন, বাংলাদেশী আইন অনুযায়ী এরকম ক্ষতিপূরণের মামলা করতে হয় ঘটনার এক বছরের মধ্যে। এক্ষেত্রে বাদীরা মামলা করতে দেরি করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে রানা প্লাজা ধসে নিহত হয়েছিলেন এগারোশোর বেশি শ্রমিক।
বিচারক আরো বলেছেন, রানা প্লাজায় যেসব শ্রমিক কাজ করতেন, তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব কারখানার মালিকের। এক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে কেন এসব শ্রমিকের নিরাপত্তার দায় নিতে হবে, তা বাদী পক্ষ যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেননি। সূত্র : বিবিসি