বিজয় বার্তা ২৪ ডট কম
রাত পোহালেই নারায়ণগঞ্জে তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভোট গ্রহনের লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। তবে ব্যালট পেপার ভোটের দিন ভোরে কেন্দ্রগুলোতে পৌছানো হবে। ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম পাঠানো হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা তাদের সরঞ্জাম বুঝে নেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জেলার আড়াইহাজার, সোনারগাঁ ও রুপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে এই ভোট গ্রহন চলবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- এবার মোট ৪টি পৌরসভা ও ২৭টি ইউনিয়ন এলাকা জুড়ে জেলার আড়াইহাজার, সোনারগাও ও রুপগঞ্জ সহ তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আড়াইহাজার উপজেলায় ১৩৯ কেন্দ্রের মোট ভোটর সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৮৭ জন, সোনারগাঁ উপজেলায় ১৪২ টি কেন্দ্রের মোট ভোটর সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৬৬৮ জন ও রুপগঞ্জ উপজেলার ১৪২ টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৬০৭ জন। তিনটি উপজেলায় মোট ১০ লাখ ৮০ হাজার ৭৬২ জন ভোটার ৪২৩ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আাড়াইহাজার, সোনারগাও ও রুপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে তিনটি উপজেলার মধ্যে রূপগঞ্জ ও আড়াইহাজারে প্রতিদ্বন্ধী না থাকায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা জয়ের পথে। এছাড়া সোনারগা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিন উপজেলার র্যাব, বিজিবি ও পুলিশ সহ ৯০টি স্ট্রাইকিং ফোর্স গঠনা করা হয়েছে। কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটনারোর চেষ্টা করলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। এই নির্বাচনে প্রায় ২ হাজার পুলিশ সদস্য ও সাড়ে ৫ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবে।
এদিকে আগামী ২১ মে নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচনের রিটানিং কর্মকর্তা সাকিব-আল-রাব্বি। তিনটি উপজেলায় ভোট গ্রহনের দিন তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে। সেই সাথে অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স ও পুলিশ ও আনসার সদস্য বিভিন্ন পয়েন্টে দায়িত্বে থাকবে বলে জানান তিনি।