বিজয় বার্তা ২৪ ডট কম
শীতের দাপটে কাপছে নগরবাসী। শীতের তীব্রতা বেশী কাবু করেছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষকে। সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের শীত নিবারণে একাই পাশে দাঁড়ালো এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ সমাজসেবক মো. রায়হান করিম রিয়েন। সোমবার রাতের আঁধারে কম্বল নিয়ে একাই বের হয়ে পড়েন তিনি। রাস্তার ফুটপাতে ঘুমন্ত অসহায় মানুষের শরীরে জড়িয়ে দিয়েছেন কম্বল। শহরের বিভিন্ন অলিগলি ঘুরে দুঃস্থ মানুষের শীত নিবারণ ছুটে বেড়িয়েছেন তিনি। বৃদ্ধ থেকে শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেন রিয়েন। শহরের ডিআইটি, করিম মার্কেট, খানপুর, চারারগোপ, ২নং রেলগেইট, নিতাইগঞ্জ এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় এই কম্বল বিতরণ করেন তিনি।
এ ব্যাপারে নাসিক প্যানেল মেয়র আব্দুল করিম বাবুর ছেলে ও তরুন সমাজসেবক মো. রায়হান করিম রিয়েন বলেন, হঠ্যাৎ শীতের তীব্রতায় আমরা যেখানে আমরা ঘরে কম্বল ও গরম মোটা কাপড় পড়ে ঘরে থাকতে পারচ্ছিনা। সেখানে রাস্তায় থাকা মানুষগুলো কিভাবে দিন পার করছে। তাদের এই অমানবিক কষ্ট যখন আমি অনুভূব করলাম তখন আমার খুব কষ্ট লাগলো। সাথে সাথে আমার মায়ের সাথে আলাপ করে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করলাম। নিজের দায়িত্ববোধ থেকে আমার সামার্থ্য মত অনুযায়ী তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। সমাজে যারা বিত্তবান আছেন তাাদের কাছে আমার অনুরোধ থাকবে। আপনারা কিছু কিছু করে হলেও এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। বঙ্গবব্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্র শেখ হাসিনা দেশের মানুষের সেবা করে যাচ্ছে। তিনি বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে। তার কাজে অনুপ্রানিত হয়ে আমরা নতুন প্রজম্ম যারা আছি তাদের দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।