ঠাকুরগাও,বিজয় বার্তা ২৪
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের ভোলাপাড়া নামক স্থানে সাইকেল মোটরসাইকেল সংঘর্ষে সাইকেল আরোহী নজরুল (৪৫) মারা গেছেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অজ্ঞাত মোটরসাইকেল আরোহী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
পুলিশ সুত্রমতে, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ভোলাপাড়া নামক স্থানে সাইকেল আরোহী নজরুলকে মোটরসাইকেলে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। মোটর সাইকেল আরোহী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রাথমিক চিকিৎসার পর রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঠাকুরগাওয়ে পাঠান হয়েছে।
সাইকেল আরোহী নজরুল ইসলাম উপজেলার পশ্চিম কালুগাও গ্রামের শামসুল হকের ছেলে। মোটর সাইকেল আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম ঘটনার বিষয় ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।