বিজয় বার্তা২৪ ডটকমঃ
ছাত্রদলের নেতাকর্মীদের আমন্ত্রণ না করায় রাজশাহী জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষ হয়।
বিক্ষুব্ধরা জেলা বিএনপির নেতাদের লক্ষ্য করে মঞ্চে জুতা-স্যান্ডেল ছোড়ে, ব্যানার ছিড়ে ফেলে ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে প্রতিনিধি সম্মেলন সংক্ষিপ্ত করা হয়। সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালকুদার দুলু ও মিজানুর রহমান মিনু বক্তব্য রাখেন।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি দলীয় কোন্দল নিরসণ করে আগামীতে সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহবান জানান। এর আগে সোমবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির কর্মী সম্মেলনেও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।