বিজয় বার্তা ২৪ ডট কম
প্রথম বারের মত কোন রাজনৈতিক মামলায় নারায়ণগঞ্জ আদালতে হাজির হলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও শিল্পপতি মোঃ শাহ আলম ।
বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর ) দুপুরে সোনারগাঁ থানার একটি রাজনৈতিক মামলায় হাইকোর্টের জামিননামা নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন নামা জমা দেন তিনি ।
এ সময় মোঃ শাহ আলমের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এড. সাখাওয়াত হোসেন খান ও এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, এড. সরকার হুমায়ূন কবির ।
জামিননামা জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো: শাহ আলম বলেন, বিএনপি ভাঙ্গচুরের রাজনীতি বিশ্বাস করে না । আমি ও আমার দল সুস্থ্য এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আর আমার মনে হয় সুস্থ্য রাজনীতি করলে মানুষ তার পক্ষে থাকে। আর কোন দলই ভাঙ্গচুরের রাজনীতির পক্ষে না। কিন্তু কিছু কিছু সময় ষড়যন্ত্রের স্বীকার হতে হয়। আমার বাড়ি ফতুল্লায় কিন্তু আমাকে সোনারগাঁর একটি মামলায় আসামী করা হয়েছে। আমি সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে এই হয়রানি মামলার প্রত্যাহারের দাবি করছি ।