স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাজধানীতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ঢাকা জেলার আমিরসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম আবু সাইদ শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন।
যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন- জেএমবির ঢাকা জেলার আমির আবদুল বাতেন ওরফে খায়রুল ইসলাম ওরফে মামুনুল হক, গুলশান-বাড্ডায় জেএমবির দায়িত্বপ্রাপ্ত সদস্য মনির মোল্লা, জেএমবির সক্রিয় সদস্য গোলাম কিবরিয়া ও রোমান খান।
খিলগাঁও ১৮(৫)১৬ নম্বর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রত্যেককে চার দিন, খিলগাঁও ১৭(৫)১৬ নম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রত্যেককে ছয় দিন এবং খিলগাঁও অস্ত্র আইনের ১৬(৫)১৬ নম্বর মামলায় একমাত্র আসামি আবদুল বাতেনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে শুক্রবার দুপুরে ওই আসামিদের আদালতে হাজির করে প্রত্যেক মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, নাশকতার প্রস্তুতিকালে রাজধানীর খিলগাঁও ও কমলাপুর এলাকা থেকে জেএমবির ওই চারজনকে গত বুধবার রাতে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে অস্ত্র, গুলি, পেট্রোল বোমা, আইডি, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।