স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাজধানীর মিরপুরে অর্ধশতাধিক ককটেলসহ ২ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রহিম (২৩) এবং শফিক উদ্দিন (২২)। তারা ঢাকা কলেজের শিক্ষার্থী।
মঙ্গলবার রাতে মিরপুরের মধ্য পীরেরবাগের ৮৫/৪ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ জিহাদি বই, শিবিরের চাঁদা আদায়ের রশিদ এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
বাসাটি মিরপুর থানা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেনের নামে ভাড়া নেয়া। গ্রেফতারকৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মিরপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।