নারয়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বাঙ্গালি জাতির অন্যতম ঐতিহ্য শীতকালীন পিঠা হলেও আজ যেন তা জাতির জীবনযাপন থেকে হারিয়ে যাচ্ছে। শীতকালীন পিঠার এ ঐতিহ্য নারায়নগঞ্জববাসীকে নতুন করে জানাতে রাইফেল ক্লাবের আয়োজনে শনিবার ক্লাব প্রাঙ্গনে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সহধর্মিনী ও রাইফেল ক্লাবের সভানেত্রী শামীম আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, এএসপি(ডিএসবি) মোঃ জাকারিয়া, রাইফেল ক্লাবের সাধারন সম্পাদক কাজল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, পিপি ওয়াজেদ আলী খোকন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী প্রফেসর শিরীন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ইসরাতজাহান স্মৃতি, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সহ-সাধারন সম্পাদিকা রোকসানা খবির, এনডিসি আব্দুল্লাহ আল জাকি, ফতুল্লা কর অঞ্চলের সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক, সহকারী কমিশনার(শিক্ষা) ফারহানা আফসানা চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, এই পিঠা উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশী সাংস্কৃতি আগামী প্রজন্মের কাছে বেঁচে থাকবে। যারা এই মেলার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এ ভাবেই ভবিষ্যত্ব প্রজন্মের কাছে দেশের ঐতিহ্য ধরে রাখবেন আমি এই আশা করি।
আজকের এই পিঠা উৎসবে মজার পিঠা(জেলা মহিলা ক্রিড়া সংস্থা ), নাজ পিঠা ঘর, নবান্নের উৎসব(রাইফেল ক্লাব মহিলা বিভাগ) , শ্রেষ্ঠা পিঠা, পিঠা এ এ পিঠা(চঞ্চল এন্টার প্রাইজ), কারুকুঞ্জ পিঠা ঘর(উপজেলা প্রশাসন সদর), পলি পিঠা ঘর, পিঠা পুলি উৎসব, ইমা পিঠা ঘর(মাহমুদা সুইমিং সেন্টার), ভেজালমুক্ত গ্রাম্য পিঠা ঘর (জাতীয় মহিলা সংস্থা),পিঠার আলপনায় নারীর সুকীর্তি- (লেডিস ক্লাব,নাঃগঞ্জ) সহ ১২ টি স্টল রয়েছে।পাটি সাপটা, রসপিঠা, তেল পিঠা, কড়ি পিঠা, ভাপা পিঠা, চিতুই পিঠা নকশি পিঠা, পুলি পিঠা, দুধ পিঠা, পাকান পিঠা সহ অনেক ধরনের পিঠা দেখা যাচ্ছে। এ পিঠা গুলো দেখে মনে হচ্ছে যেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ফিরে এসেছে। এছাড়া বিকেল থেকেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই পিঠা মেলায় দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত। দর্শনার্থীদের আকর্ষন ছিল বাহারি ধরনের পিঠার প্রতি।
এই পিঠা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
বক্তব্য শেষে তিনি অনুষ্ঠানে অতিথিদের নিয়ে মেলার প্রতিটি ষ্টল ঘুরে দেখেন। এবারের পিঠা মেলায় অংশ গ্রহন করেন লেডিস ক্লাব, জাতীয় মহিলা সংস্থা, মাহমুদা সুইমিং সেন্টার, পিঠা পুলির উৎসব, পলির পিঠা ঘর, উপজেলা পিঠা নারায়ণগঞ্জ সদর, নাজ পিঠা ঘর, চঞ্চল এন্টারপ্রাইজ, মহিলা বিভাগ নারায়ণগঞ্জ ক্লাব, জেলা মহিলা ক্রীড়া সংস্থা প্রমূখ।