বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ের কাঁচপুরে মালিক-শ্রমিকের মধ্যে বিরোধ সৃষ্টির পাঁয়তারাকারী তুষারকে অবাঞ্চিত করেছে রহিম ষ্টীল মিলের শ্রমিকরা। শনিবার বেলা ১১টায় মিল অভ্যন্তরে সর্বস্তরের শ্রমিকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এক প্রতিবাদ সমাবেশে শ্রমিকরা এ ঘোষণা দেয়। দ্বিতীয় দিনের এ সমাবেশে বক্তারা আরো বলেন,শ্রমিকদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা অমানুষ। চক্রটি আর্থিক ফায়দা লুটতে ব্যার্থ হয়ে শ্রমিকদের পেটে লাথি পারার চক্রান্তে লিপ্ত রয়েছে। দুষ্ট চক্রের অপপ্রচারের কারণে শ্রমিকরা চাকুরীচ্যুত হলে এর দায়ভার কথিত চক্রান্তকারী তুষারকে বহন করতে হবে অন্যথায় তুষার ও তার সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন ও কর্মসূচীর ডাক দেয়া হবে। পরিশেষে শ্রমিক অসন্তোষকারী তুষার বাহিনীর বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্দ্ধতন মহলের প্রতি জোরদাবি জানানো হয়। সমাবেশে অংশ নেন শ্রমিক নেতা মোঃ হোসেন,জজ মিয়া,রাসেল,শরীফ হোসেন,মোঃ খোকন,বীরুক্তিযোদ্ধা তোতা.মোঃ সোহেল,মনির ড্রাইভার,ওয়াজকরণী,মোঃ সাজু,কামরুল ড্রাইভার,মোঃ হাসনাত,মোঃ আসলাম,মোঃ যুবরাজ,মনির হোসেন,মোঃ সোহেল,মনির সর্দার,মোস্তফা মেকানিক্যাল,আমানউল্লাহ,নূর আলম,মেহেদি হাসান,দেলোয়ার হোসেন,আবদুর রহিম,কবির হোসেন,মকবুল হোসেন,আফজাল হোসেন,জাহাঙ্গীর আলম,মোঃ নাসির,নাসিরউদ্দিন প্রমুখ।