বিজয় বার্তা ২৪ ডট কম
রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সিদ্দিরগঞ্জের চিটাগাংরোডে মুসুলদেরী গণজমায়েত ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর গণজমায়েত ও স্বাগত মিছিলে সভাপতিত্ব করেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির নায়েবে আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সুযোগ্য খলিফা আল্লামা আহাম্মাদ সফি(দাঃ আঃ) আল্লামা মুফতী ওমর ফারুক সন্দীপি। প্রধান অতিথি বলেন,-দিনের বেলায় সকল হোটেল রেস্তোরা বন্ধ রাখার আহবান জানান, রমজানের পবিত্র রক্ষা করারও দাবি জানান তিনি।অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর ও অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান বলেন-দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকতে এবং হোটেল রেস্তোরা বন্ধ রাখার আহবান জানিয়ে তিনি আরও বলেন সিনেমা হল গুলো অন্তত পক্ষে রমজান মাসে বন্ধ রাখার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান। নন্নু মুন্সী আরও বলেন, হাইকোর্টের সামনে থেকে গ্রীক দেবীর মূর্তি দ্রুত সরানোর দাবি জানান। গণজমায়েত শেষে মিনার মসজিদের সামনে থেকে পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষার দাবিতে স্বাগত মিছিল ঢাকা-চ্রট্রগাম মহাসড়ক প্রদক্ষিণ করে ডাচবাংলা ব্যাংকের সামনে গিয়ে শেষ করে পথ সভা করে ।