নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সিদ্ধিরগঞ্জে মিছিল করেছে অনৈসলামিক কার্য্যকলাপ প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিনার মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি শিমরাইল ইউটার্ন হয়ে ট্টাক টার্মিনালে এসে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। অনৈসলামিক কার্য্যকলাপ প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সীর নের্তৃত্বে উক্ত মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা আহমেদ শফীর খলিফা মুফতি ওমর ফারুক সন্দ্বীপি। এসময় এক সংক্ষিপ্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন, মুফতী জামাল উদ্দীন, এডভোকেট শিহাব উদ্দিন, মাওলানা হাছান ইমাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, ৯৯ ভাগ মুসলমানদের এ দেশ। আর মুসলমানদের দেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা রয়েছে। এর উন্নয়নের জন্য কোন বরাদ্দ রাখা হয়নি। কিন্তু হিন্দুদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ সরকার হিন্দু-খ্রিষ্টান ও ইহুদীদের পূজারী সরকার।