রংপুর প্রতিনিধি : রংপুর জেলার পীরগাছা উপজেলায় আওয়ামী লীগের কর্মী সমাবেশে জাসদের (জেএসডি) হামলায় আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
গতকাল ১৫ ফেব্রুয়ারি এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, পীরগাছা থানার জে.এন হাইস্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে জাসদ নেতা মো. মোতালেব মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
এতে ঘটনাস্থলে আওয়ামী লীগের কর্মী রুহুল আমিন নিহত হয়। এছাড়াও আরও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গুরুতর আহতদের পীরগাছা জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতা ডালেজ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে জাসদ নেতা মোতালেব মিয়াকে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অন্যদিকে জাসদের পক্ষ থেকে হামলার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
জাসদের তাম্বুলপুর ইউনিয়ন সভাপতি সুলতান জানান, আওয়ামী লীগের দলীয় কোন্দলে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনার জন্য দোষীদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।