বিজয় বার্তা ২৪ ডট কম
রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোট ।
মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) বিকেলে সংগঠনটির উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল’র সঞ্চালনায় এ সময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাস, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, জেলা গন সংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল সুজন, মহানগরের সভাপতি অঞ্জন দাস, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রির্চাড, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি সুলতানা আক্তার প্রমুখ ।