বিজয় বার্তা ২৪ ডট কম
আগামীতে যাতে স্বাধীনতা বিরোধী চক্র মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ।
শনিবার ( ১২ নভেম্বর ) বিকেলে শহরের চাষাড়াস্থ রাইফেল ক্লাবের সামনে নারায়ণগঞ্জ শহর যুবলীগের কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পায়রা উড়িয়ে আনন্দ রেলী উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ।
শামীম ওসমান বলেন, যুবলীগের ইতিহাস অন্তত গৌরবময় ইতিহাস । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং মিশন ২০২১ বাস্তবায়ন করতে আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন গুলোকে কাজ করতে হবে ।
পরে নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু’র নেতৃত্বে ব্যাপক সংখ্যক যুবলীগের নেতাকর্মীদের নিয়ে শহরে আনন্দ রেলী বের করা করে । রেলীটি শহরের উত্তর চাষাড়া ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে চাষাড়া চত্বর দিয়ে বিবি রোড হয়ে মন্ডলপাড়া ঘুরে দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয় । তারপর নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে ৪৫ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না,ফতুল্লা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ, জানে আলম বিপ্লব, আব্দুল হামিদ প্রধান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু প্রমুখ ।
]