বিজয় বার্তা ২৪ ডেস্ক
নারায়ণগঞ্জ মহানগর যুদলের সাবেক সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীনের গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দাবী করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এড.তৈমূর আলম খন্দকার বলেছেন,বিএনপিকে সাংগঠনিক ভাবে হয়রানির জন্যই নেতাকর্মীদের একের পরে এক মিথ্যা মামলায় গ্রেফতার ও জামিন বাতিল করে হয়রানি করা হচ্ছে।
উল্লেখ্য যে জয়নাল আবেদীনকে গতকাল রবিবার সকাল ৯টায় মেয়েকে স্কুলে দিয়ে ফেরার সময় শহরের ২নং রেলগেট থেকে সদর থানা পুলিশ প্রেফতার করে।তিনি ২০১৪ সালের ০৫ই জানুয়ারী একক নির্বাচনের দিন জেলা আওয়ামী লীগের অফিসে হামলার ঘঁটনায় পুলিশের দায়ের করা মিথ্যা মামলায় চার্জশীটভূক্ত।
মহানগর যুবদল নেতা জয়নাল আবেদীন,শ্রমিক নেতা ফারুক হোসেন,বিএনপি নেতা ফারুক হোসেন,মহানগর যুবদল নেতা মমতাজউদ্দিন মন্তু,লিমন সরকার সহ কারাবন্দী নেতাকর্মীদের আরো মুক্তি দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।