বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারবিরোধী বক্তব্যের অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে আটক করেছে পুলিশ৷
সোমবার দুপুরে মাসদাইরের আদর্শ স্কুলে ১৩ নং ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণের প্রচারণা চালান খোরশেদ৷ এ সময় ফতুল্লা থানা পুলিশ আদর্শ স্কুল থেকে খোরশেদকে আটক করে থানায় নিয়ে যায়৷
ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে আটক করে ফতুল্লা থানায় রাখা হয়েছে৷ তার বিরুদ্ধে সরকারবিরোধী বক্তব্য প্রদানের অভিযোগ রয়েছে৷