বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকায় তারণ্যের সমাবেশকে কেন্দ্র করে লিফলেট বিতরণ শেষে যুবদলেরর দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৭ জুলাই) শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবদল নেতা শেখ মোহাম্মদ অপুকে নারায়ণগঞ্জ সদর জেনালেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে শহরের চাষাঢ়া ও কিল্লারপুর এলাকায় দলটির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অপু গ্রুপের সাব্বির আহম্মেদ হৃদয়সহ ৫ জন আহত হয়। ঢাকায় তারুণ্যে সমাবেশ সফল করার লক্ষে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা ও সাগরের নেতৃত্বে শহরের খানপুর হাসপাতাল মোড় থেকে লিফলেট বিতরণ শুরু করে মহানগর যুবদল। এ সময় লিফলেট বিতরণে প্রথম সারিতে কেন্দ্রীয় নেতাদের সাথে দাঁড়ানো নিয়ে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ অপুকে ধাক্কা দেয় মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তুর সমর্থক শহিদুল্লাহ ও তার অনুসারীরা। এই নিয়ে কেন্দ্রীয় নেতাদের সামনে কেউ কিছু না করলেও কার্যক্রম শেষে সিদ্ধিরগঞ্জের শেখ অপু ও তার সমর্থকরা বাড়ি ফেরার পথে মহানগর যুবদলের শহিদুল্লাহ ও তার সমর্থকদের হামলার শিকার হন। আকস্মিকভাবে লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করা হয়। এতে শেখ অপু ও তার ছোট ভাই সাব্বির আহম্মেদ হৃদয়সহ ৫-৬ জন নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে তাদের রাস্তায় ফেলে পেটান মমতাজউদ্দিন মন্তুর সমর্থক যুবদল নেতা শহিদুল্লাহ ও তার লোকজন।
এই বিষয়ে হামলার শিকার শেখ অপু জানান, আমাকে হত্যা করার জন্য যুবদল নামধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। মহানগর যুবদলের আহ্বায়ক মমতাউদ্দিন মন্তুর সমর্থক শহিদুল্লাহ’র নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসীরা হামলা করেন। শুধু আমাকেই নয় আমার ছোট ভাইকেও রাস্তায় ফেলে পেটানো হয়েছে। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া আমাদের আহত নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জে ফিরে যাবার পথে কিল্লারপুর এলাকায় পুনরায় হামলার শিকার হয়েছেন।
এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, এই বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।