বিজয় বার্তা২৪ ডটকমঃ
জাপানের উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে ফিলিপাইনের পতাকাবাহী বাণিজ্য জাহাজের সংঘের্ষর ঘটনায় সাত মার্কিন নৌসেনা নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। টোকিও উপসাগরের দক্ষিণ এবং বন্দরনগরী ইয়োকোসুকা থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই সংঘর্ষ হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
সংঘর্ষে রণতরীটির কমান্ডিং অফিসারসহ কয়েকজন আহত হন। কমান্ডিং অফিসারকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার পর মার্কিন সপ্তম রণতরীর পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে, তাদের যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমোডর ব্রাইস বেনসনকে ইয়োকোসুকায় মার্কিন নেভি হাসপাতালে নেয়ার পর তার অবস্থা এখন স্থিতিশীল। এছাড়া আহত আরও দুই নাবিককে হেলিকপ্টারে করে এই হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে জানানো হয়েছিল, সংঘর্ষে মার্কিন যুদ্ধজাহাজটির বেশ ক্ষতি হয়েছে এবং কিছু অংশে পানি ঢুকে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজটি এখন বেশ ধীরগতিতে, তবে নিজস্ব শক্তির ওপর ভর করেই ইয়োকোসুকার দিকে যাচ্ছে।
জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মার্কিন ড্রেস্টয়ার ফিটরেজাল্ডে পানি ঢুকে গেলেও এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে নেই।
এদিকে, এ ঘটনার পরও পণ্যবাহী বাণিজ্য জাহাজ এসিএক্স ক্রিস্টাল নিজ শক্তিতে এগিয়ে যেতে সক্ষম হয়।