বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় কথা হলো ধর্ম যার যার উৎসব সবার। জাতির জনক যে স্বপ্নটি দেখেছিলেন তা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। যেখানে যার যার ধর্ম সে সে পালন করবে এবং প্রতিটা ধর্মকে সবাই সম্মান করবে। আমরা তার একজন কর্মী হিসেবে, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমরা বিশ্বাস করি যারা ধর্মকে ভালোবাসে তারাই প্রকৃত ভালো মানুষ।
শুক্রবার(২৩ আগস্ট) সকালে নগরীর ২নং গেট এলাকা থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান একথা বলেন।
তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সবার কাছে আশীর্বাদ চাই, দোয়া চাই৷ এই বাংলাদেশেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন মানুষকে খুব দরকার আর সে হলো জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই দেশে ষড়যন্ত্র চলে, চলছে এবং সামনের দিনে এই ষড়যন্ত্র ব্যাপক আকার ধারণ করবে। সেই জন্য আমি অনুরোধ করবো সবাইকে আজকের এই তীর্থ দিনে আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যাতে করে সৃষ্টিকর্তা তাকে দীর্ঘায়ু দান করেন এবং জাতির জনকের যে অপূর্ণ স্বপ্ন তা তিনি বাস্তবায়ন করতে পারেন।
বক্তব্য শেষে তিনি ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী একনাথনন্দ পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন।
এইসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক সাহা’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, এফবিআইয়ের পরিচালক প্রবীর সাহা, সাধুনাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল প্রমুখ।