শুধু কথার মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না। সকলকে সাথে নিয়ে যানজট নিরসনে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করে দেখাতে চাই–মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে যানজট নিরসন বিষয়ক বিশেষ সভায় এ মন্তব্য করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম।
জেলা প্রশাসকের উদ্যোগে এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি জনাব ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সমাজকর্মী রফিউর রাব্বী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ,পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা জেলা প্রশাসকের সাথে জেলার যানজট সমস্যা নিরসনের নিজেদের বিভিন্ন মতামত প্রদান করেন। নগরীর যানজট নিরসনে জেলা প্রশাসনের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষে সকলকে একসাথে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।