বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে জেলা ও মহাগর ছাত্রলীগের ২ দিন ব্যাপী কর্মমসূচির আজ ছিল শেষ দিন।
বুধবার সকাল থেকে ২য় দিনের কর্মসূচিতে পঞ্চবটী, চাষাঢ়া ও ২ নং রেল গেইট এলাকায় ট্রাফিক ভূমিকায় ব্যস্ত সময় পার করেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় সকাল দিকে যানজট দেখা দিলেও বেলা ১২ টার পর থেকে মূল শহরের সড়কে অনেকটা যানজট কমতে শুরু করে।যানজট কমায় জনগন চাষাঢ়া এলাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারে। রৌদ বৃষ্টি উপেক্ষা করে সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে যানজট নিরসনে ছাত্রলীগের এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী।
শেষ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি কমান্ডার গোপী নাথ দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সদ্য সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানী, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, নব নির্বাচিত সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, আহম্মেদ কাউছার সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।