বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের ৫ টা ৪৮ মিনিটে সাথে সাথে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় একত্রিশবার তপোধ্বনি দেয়া হয়।
প্রথমে শহরের চাষাড়া চত্বরে স্বাধীনতা যুদ্ধের বীর সন্তানদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মঈনুল হক সহ উর্ধ্বতন কর্মকর্তারা। পরে,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসেন আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন ।
পরে একে একে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে সকাল নয়টার ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শিত হয় ।