বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, যে যাই বলুক না কেন আর যত বাধাই সৃষ্টি করুক না কেন আমি সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সাথে পারস্পারিক সহযোগীতার মাধ্যমে নারায়ণগঞ্জের উন্নয়নের কাজ গুলো সম্পন্ন করবোই। আমি বাজেট অনুষ্ঠানে গিয়েছি মেয়র আমার কাছে একটা অনুরোধ রেখেছেন নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড সরানো ব্যাপারে আমি ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে পেরেছি। নিতাইগঞ্জ এলাকায় এখন মানুষ যানজট থেকে মুক্তি পেয়েছে। কিন্তু অনেকের এটা পছন্দ হচ্ছে না। এটাকে উনারা বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছে। কিন্তু আমি সিটি করপোরেশনের মেয়রকে সাথে নিয়েই নারায়ণগঞ্জের উন্নয়নের কাজ গুলো করেই যাবো। এটা আমার বা সিটি মেয়রের স্বার্থে না নারায়ণগঞ্জের উন্নয়ন এবং জনগনের স্বার্থে।
শনিবার ৫ আগষ্ট সকাল ১১টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় অবস্থিত সদ্য উদ্বোধন করা নাসিম ওসমান মডেল হাইস্কুলে এ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একজন সংসদ সদস্য হিসেবে সিটি করপোরেশন এলাকায় আমি কোন কাজ করতে পারি না। আমি কোন কাজ করতে গেলে সিটি করপোরেশনের এনওসি লাগে। সিটি করপোরেশন যদি আমাকে এনওসি দেয় তাহলে আমি সেই কাজ গুলো করতে পারি। আর মেয়র যদি মনে করেন কোন কাজে আমার সহযোগীতা উনার প্রয়োজন তাহলে আমি অবশ্যই তাকে সহযোগীতা করবো। ঠিক তেমনিভাবে আমার নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদ এলাকা গুলোর কোন উন্নয়ন কাজে যদি মেয়রের সহযোগীতার প্রয়োজন হয় তাহলে আমি উনাকে পাশে নিয়ে সেই কাজ সম্পন্ন করবো। আমরা সকলে একত্রে মিলে মিশে হারিয়ে যাওয়া প্রাচ্যের ডান্ডির ঐতিহ্য ফিরিয়ে এনে তার থেকে আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলবো।
সেলিম ওসমান ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৩১ জুলাই নাসিম ওসমান মডেল হাইস্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এসে ছিলেন। সেদিন কম বেশি ৪৫ হাজার মানুষের সমাগম হয়ে ছিল। সেই মঞ্চে আমি আলিফ ওসমানকে দেখিয়ে বলে ছিলাম তাকে আমি নাসিম ওসমানের মত করে তৈরি করবো। সেই ছেলেটি এখনও নাবালক। তার বয়স মাত্র ৭ বছর। আর এই নিয়ে একটি পত্রিকা যা ইচ্ছা তাই লিখে যাচ্ছে। একটি পরিবারকে নিয়ে লেখা লেখির একটা সীমা থাকা দরকার। আমি শুধু উন্নয়ন আর শান্তির কথা বলে যাচ্ছি আর পত্রিকাটি শুধু খুচাখুঁচি করেই যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্বাস উদ্দিন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজ, জাপা নেতা রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক আলেয়া বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহামুদা আক্তার, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ রহমান, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ সালাম, বন্দর পল্লী বিদুৎত জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান, বন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন আহাম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।