বিজয় বার্তা ২৪ ডট কম
গৌরিপুর উপজেলার শিবপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।হতাহত সবাই পিকআপের যাত্রী বলে জানা গেছে।
জানা যায়, কিশোরগঞ্জ থেকে চালভর্তি একটি ট্রাক ময়মনসিংহ আসার পথে সামনের চাকা ফেটে গেলে কিশোরগঞ্জগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও আটজন আহত হন। আহত আটজনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করার পর আরো দুইজন মারা যায়। গুরুতর অবস্থায় অপর ছয়জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে আরো দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির পর মারা যান আরো একজন।
গৌরিপুরের ওসি তদন্ত মোরশেদুল হাসান ঘটনাস্থলে একজন ও ঈশ্বরগঞ্জে আরো দুইজনের মৃত্যুর কথা স্বীকার করে জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
এদিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার হেলাল জানান, গৌরীপুরের সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে দুইজনের মৃত্যু হয়। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের পরিচয় পাওয়া যায়নি।