বিজয় বার্তা২৪ ডটকমঃ
সেন্সর বোর্ডে দেখা হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ডুব। সোমবার বিকালে ছবিটি দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা। তারা আশা করছেন এ সপ্তাহের মধ্যেই জানা যাবে সিদ্ধান্ত।
দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ডুব, এমন আশঙ্কা প্রকাশ করেন হুমায়ুন পত্নী মেহের আফরোজ শাওন। তিনি আরো বলেন ছবিটি নির্মাণের আগে হুমায়ুনের পরিবারের কাছ থেকে অনুমনি নেয়নি ডুব ছবির সংশ্লিষ্টরা।
হুমায়ুন আহমেদকে নিয়ে আপত্তিকর কোনো বিষয় থাকলে তা বাদ দেয়ার জন্য রিভিউ কমিটির কাছে লিখিত আবেদন করেন মেহের আফরোজ শাওন। পরে ছবিটির উপর রিভিউ কমিটির নিষেধাজ্ঞা থাকলেও, তা বাতিল হয় এপ্রিল মাসে।