বিজয় বার্তা ২৪ ডট কম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মোশতাক, জিয়া, এরশাদ, খালেদা জিয়া- একই কাতারের লোক। তারা পরাস্ত হয়েছে একাত্তরে। এই শক্তি আবার খালেদা জিয়াকে নির্ভর করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে।’
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ছাত্রলীগ ঘোষিত মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পচাত্তরের ১৫ আগস্ট আমরা ক্ষমতার মোহে আচ্ছন্ন ছিলাম। তাই জাতির জনককে রক্ষা করতে পারিনি। সেই আঘাত আবার আসতে পারে। তাই যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আমাদের এখন লক্ষ্য ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জয়লাভ করা। এই নির্বাচনে জয়লাভ করতে পারলে খালেদা জিয়ার বিএনপি আর কোনোদিন রাজনীতিতে ফিরে আসতে পারবে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে। তাই চূড়ান্ত বিজয়ের জন্য খালেদা জিয়াকে পরাস্ত করার জন্য আগামী নির্বাচন পর্যন্ত আমাদের প্রস্তুত থাকতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুল চিন্তা-ভাবনায় দীক্ষিত হয়ে আজকের তরুণরা জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন। বিপথগামী তরুণদের মাঝে ছাত্রলীগের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
আলোচনা সভায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে পথ দেখিয়েছিল।
সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ এম আমজাদ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।