বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
২০১৪ সালের ১২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। বিয়ের আগের বছরই অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। এখনও পর্যন্ত অভিনয়ে ফিরেননি। আদৌ অভিনয়ে ফিরবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। সারিকা নিজেও এ বিষয়ে মুখ খুলেননি।
সংসার ও একমাত্র সন্তান স্যাহরিসকে নিয়েই বেশি ব্যস্ত সারিকা। বৃহস্পতিবার তার মেয়ের প্রথম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সারিকা ও তার স্বামী মাহিম করিম বিশেষ উদ্যোগ নিয়েছেন।
আজ রাত ৮টায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে স্যাহরিসের জন্মদিন উদযাপনের বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘দেখতে দেখতে আমার সোনামণির বয়স এক বছর হয়ে গেল। আজ তার প্রথম জন্মদিন। সবার কাছে দোয়া চাই যেন প্রথম জন্মদিনটি ভালোভাবে উদযাপন করতে পারি।’